কোনো কাজকে অসম্মান করা যাবে না :তৌফিক এমপি

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

হাওড়াঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক বলেছেন, 'কোনো কাজকে অসম্মান করা যাবে না। অহমিকা ত্যাগ করে কাজের প্রতি শ্রদ্ধা না থাকলে দেশ এগোনো সম্ভব হবে না। পড়াশোনার পাশাপাশি কাজকে গুরুত্ব সহকারে দেখতে হবে।' শনিবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম সরকারি রোটারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে অষ্টগ্রাম সরকারি রোটারি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী, সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, উপজেলা চেয়ারম্যান এএফ মাশুক নাজিম, ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ, প্রবীণ শিক্ষাবিদ আলফাজ উদ্দিন, অষ্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে আরও ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি।