শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন রক্ষায় কর্মশালা

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
  ০২ জুন ২০২৪, ০০:০০
ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন রক্ষায় কর্মশালা

রপ্তানিযোগ্য ফলের চাষ ছড়িয়ে দেওয়া ও ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের আমগাছের পরিচর্যার বিষয়ে মেহেরপুরের মুজিবনগরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই কর্মশালার সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ী হার্টিকালচার উইংয়ের পরিচালক কেজেএম আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ীর বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদী মাসুদ, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বারাদি হর্টিকালচার উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান।

বক্তারা বলেন, 'মুজিবনগর আম্রকাননে ১১৭০টি আমগাছ রয়েছে। শতবর্ষী এই গাছগুলো তিনটি পরগাছা দ্বারা আক্রান্ত। যে পরগাছাগুলো গাছগুলোকে মৃতু্যর দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাছগুলোকে কিভাবে পুনঃযৌবন দান করা যায় সে লক্ষ্যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এ সময় প্রকল্পের পরামর্শক রেজাউল করীম, সাবেক প্রকল্প পরিচালক কৃষিবিদ এসএম কামরুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে