ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পঞ্চগড়ে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করেন সংসদ সদস্য নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তা -যাযাদি
শুরু হয়েছে 'জাতীয় ভিটামিন-এ পস্নাস' ক্যাম্পেইন। শনিবার সারা দেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলে। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- বরিশাল অফিস জানিয়েছে, বরিশালে এই ক্যাম্পইন উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাত। নগরীর আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এ ক্যাম্পইনের উদ্বোধন করেন তিনি। সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়রের সহধর্মিণী লুনা আব্দুলস্নাহ ও জেলা সিভিল সার্জন মারিয়া হাসান। সিটির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুরুল ইসলাম শুভ্র'র সঞ্চালনায় সংরক্ষিত কাউন্সিলর লাভলী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বরিশাল সিটি এলাকায় ৬০ হাজার ও জেলায় ৩ লক্ষাধিক শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। এ সময় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুলস্নাহ আল মামুন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন কবির, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক ডা. সাদিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় ৬-১১ মাস বয়সি ৫৬ হাজার ১৪৯ শিশু ও ১২-৫৯ মাস বয়সি চার লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুকে ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। এ সময় জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবুসহ স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে জেলায় পাঁচ উপজেলা ও দুই পৌরসভায় এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌমেন সাহা, থানার ওসি বোরহান উল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার মাহমুদ, ডা. অনিক মৌলিক উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এক শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান, মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, ডা. সাদিয়া আফরিন, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী ও মেডিকেল টেকনোজিস্ট ইপিআই মো. আজিজুর রহমানসহ অনেক। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫১টি ওয়ার্ডে 'ভিটামিন এ ক্যাপসুল' খাওয়ানো হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, অণুচক্রিকা ফাউন্ডেশন ও আশার আলো তরুণ একতা সংঘ। সাতকানিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ক্যাম্পেইন উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মিনাক্কি বডুয়া, জান্নাতুল নাঈম, স্বেচ্ছাসেবী তালাফ ছিদ্দিক, যুব রেড ক্রিসেন্টের সদস্য জিতু ধর, রাহাত হোসেন, আবদুলস্নাহ আল শাহেদ ও মিশকাতুল জান্নাত। চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভিন বিথী। এ কার্যক্রমে ১৯৪ জন স্বেচ্ছাসেবী ও ৫০ জন সুপারভাইজার অংশগ্রহণ করছেন।