মুক্তাগাছায় ২০ মেগাওয়াট সৌর বিদু্যৎকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিবিদ মো. নজরুল ইসলাম এমপি -যাযাদি
'শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদু্যৎ'- এই সেস্নাগান নিয়ে সরকারের নবায়নযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সোলার পার্কের কাজ শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজলার নিমুরিয়া গ্রামে ৭০ একর জমির ওপর এই বিদু্যৎ কেন্দ্র স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। সরকারের সহযোগিতায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্প হিসেবে জুলস পাওয়া লিমিটেড মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড নামে উপজেলার নিমুরিয়া গ্রামে এই সৌর বিদু্যৎ পস্ন্যান্ট নির্মাণ করছে। এটির নির্মাণ সম্পন্ন হলে জাতীয় গ্রিডে ২০ মেগাওয়াট বিদু্যৎ যোগ হবে, যার সুবিধা স্থানীয় গ্রাহকরা ভোগ করবেন। এতে এই অঞ্চলের বিদু্যতের চাহিদা অনেকটাই পূরণ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এমপি বলেন, বহুল প্রতিক্ষিত এই সৌর বিদু্যৎ কেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। মুক্তাগাছাকে অবকাঠামোগতভাবে এগিয়ে নিতে এই সোলার পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সৌরবিদু্যৎ উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি আমদানি কমাতে সরকারও এ খাতে জোর দিয়েছে। যার গুরুত্বপূর্ণ অংশীদার মুক্তাগাছাবাসী। আগামী বছরের ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে এখানে উৎপাদিত বিদু্যৎ। এক বছরের মধ্যে নির্মাণ শেষে উৎপাদন শুরু হলে মুক্তাগাছায় বিদু্যৎ সমস্যা আর থাকবে না। অনুষ্ঠানে জুলস পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মহিলা ভাইস-চেয়রম্যান নাজমুন্নাহার দিলু, বিদু্যৎকেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুহের লতিফ খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির, মানকোন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তারা, কাশেমপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালুকদার, জমিদাতা মো. শফিকুল ইসলাম মানিক প্রমুখ। উলেস্নখ্য, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২৩ সালের ১২ এপ্রিল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ২০ বছর মেয়াদে 'বিদু্যৎ নাই, টাকা নাই' ভিত্তিতে ২০ মেগাওয়াট (এসি) সৌর বিদু্যৎ কেন্দ্র স্থাপনের জন্য জুলস পাওয়ার লিমিটেডের সঙ্গে বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ডের চুক্তি স্বাক্ষরের অনুমতি দেন।