দেশের সবচেয়ে কনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান রাজশাহীর পপি

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

রাজশাহী অফিস
পপি খাতুন
বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামের ব্যবসায়ী শুকুর আলীর ছোট মেয়ে পপি খাতুন। তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ২৬ বছর ৪ মাস ১৭ দিন বয়সে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগ কর্মী পপি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বৈদু্যতিক পাখা প্রতীকে ২৪ হাজার ২৭৯ ভোট পেয়ে পবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেন বানু হাঁস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৮ ভোট। চলমান নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান তিনি। পপির সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য তিন প্রার্থীর চেয়ে তার বয়স প্রায় অর্ধেকেরও কম। এত কম বয়সে রাজশাহীতে এখন পর্যন্ত উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী অংশগ্রহণও করেননি। বয়সের দিক থেকে রাজশাহীতে পপি খাতুনই প্রথম। তার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা ছিলেন যেমন প্রবীণ, তেমনি রাজনীতিতে অভিজ্ঞ। বলাই যায়, পপি খাতুন নানি-দাদির সঙ্গে যুদ্ধ করেই মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাকে নির্বাচিত করায় পবাবাসীকে ধন্যবাদ জানিয়ে পপি বলেন, 'আমি মানুষের সেবা করতে চাই। নির্বাচনে পুরো উপজেলা হেঁটে ভোটের প্রচারণা চালিয়েছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং ভালোবাসা পেয়েছি। আমি এই মানুষদের উন্নয়নে কাজ করতে চাই। সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।'