ঝালকাঠি ও নড়াইলে দুই যুবককে কুপিয়ে হত্যা

তিন জেলায় চারজনের অপমৃতু্য কক্সবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃতু্য

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঝালকাঠি ও নড়াইলের কালিয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃতু্য হয়েছে। এ ছাড়া তিন জেলায় আত্মহত্যা ও বিদু্যৎস্পৃষ্টসহ ভিন্ন কারণে আরও চারজনের মৃতু্য হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠিতে জমি-সংক্রান্ত বিরোধে মাহফুজ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত মাহফুজ হাওলাদার পৌর এলাকার বিকনা গ্রামের স্টেডিয়াম এলাকার আমির হাওলাদারের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। হত্যাকান্ডের এ ঘটনা নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছে নিহতের নিহতরে মা মুক্তা বেগম ও বাবা আমির হাওলাদার। ওসি শহিদুল ইসলাম বলেন, 'লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই হামলাকারী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় আনিচ শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন। শুক্রবার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চর কান্দিপাড়া টুকু মোল্যার ইটের ভাটার পাশে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত আনিচ শেখ কলাবাড়িয়া গ্রামের মোশারফ শেখ ওরফে মোশা শেখের ছেলে। পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে জন্নাতুল মাওয়া (৫) ও সিদরাতুল জন্নাত মুনিরা (৪) নামে দুই শিশুর মৃতু্য হয়েছে। শনিবার (উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। জন্নাতুল মাওয়া ওই গ্রামের জহির আলমের মেয়ে ও মুনিরা একই উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী গ্রামের বেলাল হোছাইনের মেয়ে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি। ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, পরিবারের লোকজনের অগোচরে খেলতে গিয়ে কেউ একজন পুকুরে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে গেলে দুইজনের মৃতু্য হয় বলে ধারণা করা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে মহসিন (৩৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইএ খোলা এলাকায় ডিএনডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। মহসিন সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী মুজিবুর রহমানের ছেলে। সূত্রে জানা গেছে, লেক থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় তার পকেটে থাকা একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। ওই ড্রাইভিং লাইসেন্স দেখে তার লাশ শনাক্ত করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে মহাসড়কের ধার থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে সদর উপজেলার মথুরাপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক এ লাশ উদ্ধার করা হয়। এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো রাতের বেলা অন্ধকারে দেখতে না পেয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে অসুস্থতার কারণে তিনি মারা গিয়েছেন। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত এসাহাক বদলগাছী সদর ইউনিয়নের সোহাসা গ্রামের বাসিন্দা। জানা গেছে, শনিবার রাতে বাড়ির পাশে একটি আম বাগানের আমের গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদু্যৎস্পৃষ্টে মাওলানা ইসরাফিল (৪০) নামে এক মাদ্রাসার সুপারের মৃতু্য হয়েছে। শনিবার সকালে উপজেলার সদর পৌরসভার ৮নং ওয়ার্ড নাগড়াপাড়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আ. বাতেনের ছেলে এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।