চিলমারী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
চিলমারী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিত করায় আদালতের দ্বারস্থ হয়েছে সাধারণ শিক্ষক সমর্থিত প্যানেল। ওই প্যানেলের ৩ জন শিক্ষক প্রতিনিধি প্রার্থী বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনয়ন করেন। জানা গেছে, বর্তমান গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশন নির্বাচনী তফশিল ঘোষণা করে। সে মোতাবেক সাধারণ শিক্ষক প্যানেল থেকে তিনজন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমর্থিত প্যানেল থেকে তিনজন শিক্ষক প্রতিনিধি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন পত্র ক্রয় করে এবং জমা করে। তফশিল অনুযায়ী গত ২০/০৫/২০২৪ইং শিক্ষক প্রতিনিধি নির্বাচন ও ২৮/০৫/২০২৪ইং অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্রনাথ বর্মন অ্যাডহক কমিটি গঠনে সুকৌশলে এককভাবে ১৬/০৫/২০২৪ইং তারিখ স্বাক্ষরিত একটি নোটিশ দিয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ও ১৮/০৫/২০২৪ইং তারিখ স্বাক্ষরিত আর একটি নোটিশের মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন স্থগিত করেন। রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিবহির্ভূত সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ শিক্ষকের প্যানেল গত ২০/০৫/২০২৪ইং কলেজে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানায়। অবশেষে গত ২৩/০৫/২০২৪ইং চিলমারী সহকারী বিজ্ঞ জজ আদালতে একটি অভিযোগ আনয়ন করে।