কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ৪ পুলিশ আহত

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে থানা চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কলারোয়ার যুগিখালী ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের নেতৃত্বাধীন কর্মীসমর্থকরা একটি বিজয় মিছিল বের করে। মিছিলের সামনে পরাজিত প্রার্থীর সমর্থক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমানসহ কয়েকজন পড়লে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি, বাকবিতন্ডা, ধাক্কা-ধাক্কি সৃষ্টি হয়। পরবর্তীতে সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান থানায় রবিউল হাসানের বিরুদ্ধে অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা চত্বরে সালিশি বৈঠক উভয়পক্ষকে ডাকা হয়। সে সময় ইউপি চেয়ারম্যান রবিউল হাসানকে আটকে রাখা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তখন তার সমর্থকরা সেখানে অবস্থান নেন। এর বিপরীতে সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমানসহ তার পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু উপস্থিত ছিলেন। সালিশি বৈঠক শেষ হওয়ার আগেই উভয়পক্ষের মধ্যে চরম বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ওসি রফিকুল ইসলামসহ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নেতৃত্ব। সে সময় উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়লে একজন এএসআই ও তিন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। তারা আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন- এএসআই আসলাম, কনস্টেবল মিলন, ফয়সাল ও মিজান। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান চার পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।