শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বোয়ালমারীতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ০১ জুন ২০২৪, ০০:০০
বোয়ালমারীতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৫ জুন ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা যায়, উপজেলাটিতে ৭৮টি কেন্দ্রের ৫৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬ হাজার ৫৩৪, মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৬৫৩ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া 'দোয়াত-কলম', চতুল ইউপির সাবেক শরীফ সেলিমুজ্জামান লিটু 'ঘোড়া; বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা 'মোটর সাইকেল', জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা লিটন 'আনারস' ও ব্যবসায়ী হিরু মুন্সী 'কাপ-পিরিচ' প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের সদস্য রাহাদুল আকতার তপন 'উড়োজাহাজ', উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এম শাফিউলস্নাহ্‌ সাফি 'চশমা', শফিকুল হক টিপন মিয়া 'টিউবওয়েল', আসাদুজ্জামান পরশ সিকদার 'তালা' ও জোবায়ের হোসেন 'মাইক' প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভীন 'হাঁস', মণিকা রাজবংশী 'বৈদু্যতিক পাখা', শাহনাজ বেগম 'ফুটবল', পারভীন রহমান 'প্রজাপতি', ঝর্ণা বেগম 'কলস' ও কাজী সালমা শাহিন 'পদ্মফুল'। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মেহেদী হাসান জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে