বাজিতপুর উপজেলায় চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নির্বাচনে চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলাটি ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় ২ লাখ ৩০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী 'মেটর সাইকেল', উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন 'ঘোড়া', উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক কাজল 'আনারস' প্রতীকে প্রার্থী হয়েছেন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার 'দোয়াত-কলম' প্রতীক নিয়ে লড়ছেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী গত ২ বছরে বাজিতপুর উপজেলায় অনেক উন্নয়ন করেছেন। এদিকে আব্দুলস্নাহ আল মামুন রাজনৈতিক গতিপথ অনেক এগিয়ে গেছেন। দলীয় নেতাকর্মীদের একটা বড় অংশ তার পক্ষে কাজ করছেন। রেজাউল হক কাজল ছাত্রজীবন থেকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বাজিতপুর সরকারি কলেজের কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। অপর প্রার্থী আলাউল হক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এই চারজন চেয়ারম্যান প্রার্থী বাজিতপুর উপজেলার বিভিন্ন পাড়া-মহলস্না থেকে শুরু করে হাওড় এলাকার গ্রাম পর্যন্ত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ ও পথসভা করছেন।