আজ শিশুদের খাওয়ানো হবে ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

বরিশাল অফিস
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় একদিনে ষাট হাজার শিশুকে ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে। আজকে নগরীর ২২০টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। শুক্রবার সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে আনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি জানান, ১ জুন সারা দেশের সঙ্গে একযোগে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশাল সিটি এলাকার প্রতিটি ওয়ার্ডে একাধিক কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীর ৩০ টি ওয়ার্ড ছাড়াও ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর জন্য বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ফেরিঘাটেও কেন্দ্র থাকবে। আর এসব কেন্দ্রে ৫শ' কর্মী ক্যাপসুল খাওয়ানোর কাজ সম্পাদন করবেন। সংবাদ সম্মেলনে নির্ধারিত বয়সের সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানানো হয়। এ সময় ছিলেন, কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুরুল ইসলাম শুভ্র, মেডিকেল অফিসার ডা. সজল কুমার ও জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল।