দিনাজপুরে বিদু্যৎ সংযোগ ৩০ ঘণ্টায়ও পুরোপুরি চালু হয়নি

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গত বৃহস্পতিয়ার মধ্যরাতে আকস্মিকভাবে কালবৈশাখীর আঘাতে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে বিচ্ছিন্ন রয়েছে বিদু্যৎ। দীর্ঘ ৩০ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুরোপুরিভাবে চালু হয়নি বিদু্যৎ সংযোগ তবে আংশিকভাবে কিছু কিছু এলাকায় সংযোগ চালু হয়েছে। এদিকে পুরোপুরি বিদু্যৎ সংযোগ চালু করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, পৌরসভা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংস্থা, পিডিবি সূত্রে জানা যায় আজ সন্ধ্যার মধ্যেই পুরোপুরি বিদু্যৎ সংযোগ চালু হতে পারে। এদিকে দীর্ঘক্ষণ বিদু্যৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।