শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

আজমিরীগঞ্জে অল্প দিনেই বসবাস অনুপযোগী আশ্রয়ণ প্রকল্পের ঘর

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০১ জুন ২০২৪, ০০:০০
আজমিরীগঞ্জে অল্প দিনেই বসবাস অনুপযোগী আশ্রয়ণ প্রকল্পের ঘর

নির্মাণের তিন বছর অতিবাহিত হতে না হতেই বসবাস অনুপযোগী হয়ে পড়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর। সামান্য বৃষ্টিতে ঘরের ভেতরে পানি জমে থাকে। ফলে দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। তারা বাধ্য হয়ে ঘরের চৌকিতে বসে সময় পার করেন। পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে বসবাস করা পরিবারগুলো সরকারি কোনো সহযোগিতা পাচ্ছে না বলেও অভিযোগ করেছেন। মাঝেমধ্যে সরকারি কর্মকর্তারা আশ্রয়ণ প্রকল্পে গেলেও তাদের অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঘরগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তিন মাস আগে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে কুশিয়ারা নদীর তীরে নিচু ভূমিতে প্রধানমন্ত্রীর উপহারের ৫১টি ঘর নির্মাণ করে ভূমি ও গৃহহীনদের প্রদান করা হয়।

সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পে বেশির ভাগ ঘর জরাজীর্ণ অবস্থায়। মেঝে ফেটে গিয়ে বৃষ্টির পানিতে একাকার। কিছুক্ষণ পরপর থালা-বাটি দিয়ে পানি সেচ করছেন বাসিন্দারা।

তারা জানান, ঘরের মেঝে নিচু হয়ে ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতে নিচ দিয়ে ঘরে পানি জমে থাকে, টয়লেটের ময়লা পানি ঘরে ভেতরে এসে জমে থাকে। ঘরের ভেতরে পানি ওঠায় তাদের প্রয়াজনীয় আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সাফিয়া আক্তার, মেহেরুন নেছা, শেলী আক্তার বলেন, 'আমরা গরিব অসহায় বিধায় প্রধানমন্ত্রী আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে ঘরে বসবাস করার কোনো পরিবেশ নেই। বৃষ্টি হলেই ঘরে থাকতে পারি না, হাঁটুসমান পানি জমে যায়।'

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল বলেন, 'রাস্তার মাঝখানে পানি জমে থাকায় ড্রেন করে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঘরের ভেতরের পানির নিষ্কাশনের জন্য সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরেজমিনে কয়েক দফা পরিদর্শন করে স্থায়ী সমাধানের জন্য কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আবেদন করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে