আড়াইহাজারে একশ' মুঠিতে মিলছে ৬৫টি লিচু!

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একশ' লিচুর মুঠিতে ৬৫ থেকে ৭০টি লিচু পাওয়া যায়। তবে দোকানিরা লিচু গুনে দিতে নারাজ। খরিদ্দারও কম লিচু নেবেন না। এ নিয়ে প্রায়শই চলছে বাকবিতন্ডা। কিন্তু কোনো কোনো দোকানদার লিচু ঠিকমতো গুনে দিচ্ছেন এবং তারা বলছেন, 'সব দোকানদার এক রকম না। আমরা ঠিকই লিচু গুনে বিক্রি করছি।' ক্রেতারা বলছেন, একশ' লিচু ৩০০ টাকা দামে কিনে সংখ্যায় কম নেব কেন। দোকানদার বলছেন, ৩০০ টাকা দরে বিক্রি করলেও মুঠিতে যা আছে তাই নিতে হবে। শুক্রবার আড়াইহাজার পৌর বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। তবে লিচুর অপর এক দোকানদার হানিফ জানান, সব দোকানদার এক রকম না। এটি সবাই করেন না। তিনি নিজের দোকানের লিচু কেনাবেচার কথা বলতে গিয়ে জানান, 'আমি একশ' লিচুর স্থলে আরও দু-একটা লিচু বেশি দিয়ে দিই। তার পরেও খরিদ্দার খারাপ ভাবুক তা আমি চাই না।'