ব্রাহ্মণবাড়িয়ায় পিতার অভিযোগে মাদকাসক্ত ছেলের সাজা

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পিতার দেওয়া অভিযোগে মাদকাসক্ত ওই যুবককে কারাদন্ড দিয়ে জেলখানায় পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন এই সাজা দেন। সাজাপ্রাপ্ত আশরাফুল ইসলাম সদর উপজেলার শেরপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত। কিছুদিন ধরে সে নেশা করে বাড়ির পাশাপাশি বাইরে মানুষের ওপর লাঠি, দা নিয়ে হামলা করতে যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালতে কাছে অভিযোগ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন জানান, ওই যুবক মাদকের টাকার জন্য ও মাদকাসক্ত হয়ে অত্যাচার চালাত। তার বাবা তাজুল ইসলাম এ নিয়ে অভিযোগ করলে তাকে মাদকাসক্ত অবস্থায় আটক করে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।