রায়পুরায় জমি অধিগ্রহণের ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়ক অবরোধ

মাধবদীতে লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নরসিংদীর মাধবদীতে লোডশেডিং বন্ধ ও রায়পুরায় জমি অধিগ্রহণের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জমির মূল্য পুনর্নির্ধারণসহ অফিসে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্তরা। শুক্রবার উপজেলার মাহমুদাবাদ নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মুহর্ূত্যের মধ্যেই দূরদূরান্ত থেকে আগত দু'পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। মানববন্ধনে অর্ধশতাধিক জমির মালিক ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ওমর ফারুক, মজিবুর জাহারী, মুছলেহ উদ্দীন হাজারী, দেলোয়ার ভুইয়া, মেশারফ হোসেন ভূইয়া, হানিফ মিয়াসহ আরও অনেকে। বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু ওই জমির বর্তমান দরের চেয়ে বহুগুণ কম মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে জমির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অধিগ্রহণের টাকা দিয়ে অন্যত্র জমি কেনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে জমি হারিয়ে অনেককে ভূমিহীন হতে বসেছে। জমির মূল্য পুনর্নির্ধারণ করাসহ অফিসে ঘোষ বা দালালের দৌরাত্ম্য ছাড়া জমির ন্যায্য মূল্য চায় তারা। না হলে জীবন দিয়ে দিবে কিন্তু বাপ দাদার জমির এক অংশ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন। মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাধবদী বাজার বড় মসজিদের সামনে সচেতন নাগরিক মহলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নরসিংদী পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর আওতাধীন এলাকা অত্যধিক লোডশেডিংয়ে জনজীবন দুর্ভোগের কথা জানিয়েছেন। তারা বলেন, মানুষ সারা দিন কাজ করে রাতে বাড়িতে ঘুমাতে পারেনা। বিদু্যতের অভাবে মাধবদী এলাকার শিল্প, টেক্সটাইল, বস্ত্রখাতসহ সব ধ্বংসের মুখে। শ্রমজীবী মানুষের রোজগার কমে গেছে। খুবই অসহায় অবস্থা বিরাজ করছে। লোডশেডিংয়ের ফলে বস্ত্র উৎপাদন, প্রক্রিয়াকরণসহ সকল ক্ষেত্রে ব্যপক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে চাহিদা অনুযায়ী বিদু্যৎ সরবরাহ করার জন্য পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। এ সময় বক্তারা লোডশেডিং বন্ধের জন্য সরকারের বিভিন্ন কর্মকর্তাদের নিকট স্মারকলিপি প্রদানের কথাও জানান। মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জি. মফিজুল ইসলাম, সাংবাদিক আল আমিন সরকারসহ অনেকে বক্তব্য রাখেন।