মাদককারবারিসহ ৩ জেলায় গ্রেপ্তার ৯

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন গ্রেপ্তার

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করায় তিনজনকে আটক করেছের্ যাব। এ ছাড়া মাদককারবারি ও মোটর সাইকেল চোরসহ ৩ জেলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছের্ যাব। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (গিলারাচালা) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানানর্ যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মাহফুজুর রহমান। আটকরা হলো দিনাজপুরের বিরল উপজেলার মোখলেছপুর গ্রামের ফারুক হোসেন (৫৫), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আলাউদ্দিন (৪৪) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামের রুবেল হোসেন (৩৪)। এ সময় তাদের কাছ থেকে দুটি গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেট, একটি খেলনা ওয়াকিটকি সেট, ওয়াকিটকি রাখার জন্য একটি মোবাইল কেস, একটি নোটবুক, তিনটি মোবাইল ফোন, একটি ড্রাইভিং লাইসেন্সসহ টাকা উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, 'আটকদের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।' নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো. আলকাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আলকাম ধামরাই উপজেলার সোয়াপুরের আনন্দনগর গ্রামের আব্দুল ওহাবে ছেলে। আলকাম নিজেকে বাংলাদেশের পুলিশের একজন সদস্য হিসেবে একাধিক নামে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। জানা গেছে, নবাবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে এক ছাত্রীকে অপহরণের পর একাধিকবার ধর্ষণের পর তার পরিবারের কাছে টাকা দাবি করেন আলকাম। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে আকলামকে প্রধান আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। মামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি মাধ্যমে মিরপুর মডেল থানা এলাকায় আসামির ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মোটর সাইকেল, মোবাইল ফোন, পুলিশের পোশাক ও পুলিশের জুতা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এএসপি জানান, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমকে অপহরণ করে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে পর্ণো ভিডিও তৈরি করার কথা স্বীকার করে। তাকে আদালতে পাঠানো হবে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের ৬ জন সদস্য গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের থেকে বিভিন্ন মডেলের ৩টি মোটর সাইকেল, কার্টার মেশিন, গ্র্যান্ডিং মেশিন, মোটরসাইকেলের চাবি, সেলাই রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, রং স্প্রের কৌটা ও নাম্বার পেস্নট উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেপ্তাররা হলো- জেলার চিতলমারী উপজেলার আড়ুয়া বর্নী এলাকার রুবেল মলিস্নক (৩৫), বারাশিয়া এলাকার জামাল ধুনী (২৬), শেখ ওসিবুর রহমান (৩৯), চরবানিয়ারি এলাকার ওহাব আলী তরফদার (৪০), গোপালগঞ্জ জেলার হাতিকাটা এলাকার আরিফুল মোলস্না (২৭) ও গোবরা সোনাকুড় এলাকার শান্ত শেখ (২১)। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) রাসেলুর রহমান শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, 'আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় দুটি চুরির মামলা রেকর্ড হয়েছে। রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে দেশীয় তৈরি ৫০ লিটার চোলাই মদসহ ২ জনকে আটক করা হয়েছে। আটকরা আপন দুই বোন বলে জানা গেছে। বৃহস্পতিবার উপজেলার বাঙ্গালহালিয়া ইউপির ডাকবাংলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো লাভলী বেগম (২৯) এবং তার ছোট বোন মুন্নি বেগম (১৬)। তারা বান্দরবান জেলার আলিকদম উপজেলার নয়াপাড়া ৬নং ওয়ার্ডের আবুল কালামের মেয়ে। চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম বলেন, 'আটকের সময় লাভলী বেগমের সঙ্গে ১১ মাস বয়সের ছেলেসন্তান তাহেরকে মানবিক কারণে মায়ের সঙ্গে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।