রাজনৈতিক হত্যাকান্ডের বিচারে বিলম্ব হয় -সিরাজুল ইসলাম এমপি

প্রকাশ | ০১ জুন ২০২৪, ০০:০০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে প্রয়াত উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সিরাজুল ইসলাম মোলস্না এমপি -যাযাদি
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোলস্না বলেন, 'শহীদ হারুনুর রশীদ খান দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ওনাকে যারা হত্যা করেছে আমি তাদের দ্রম্নত বিচার চাই। রাজনৈতিক হত্যাকান্ডের বিচার বিলম্ব হয়। আমি তার হত্যাকারীদের দ্রম্নত বিচার দাবি করছি।' শুক্রবার নরসিংদীর শিবপুরে উপজেলা চেয়ারম্যান প্রয়াত শহীদ হারুনুর রশীদ খানের প্রথম মৃতু্যবার্ষিকীতে তিনি এ কথা বলেন। মৃতু্যবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ হারুনুর রশীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলের পরিচালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের কমিটির সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান ভুলু, ফজলে রাব্বি খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন খান নিপুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপস্নব চক্রবর্তী, শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, শহীদ হারুনুর রশীদ খানের ছেলে তাপস খান প্রমুখ।