শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত

স্বদেশ ডেস্ক
  ০১ জুন ২০২৪, ০০:০০
বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত

'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি' এই প্রতিপাদ্যে সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উদযাপন হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের বানিয়াচংয়ে 'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি' এই প্রতিপাদ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উদযাপন হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় ছিলেন উপজেলা সহকারী স্যানিটারি ইনস্পেক্টর মো. ছাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, বানিয়াচং প্রেস ক্লাব সভাপতি মোশাহেদ আলী সাহেদ, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া প্রমুখ।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, 'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে কচুয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদের সামনে এক বর্ণাঢ্যর্ যালি বের হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, কচুয়া সদর ইউপির চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও মনি শংকর পাইক। এছাড়াও ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, কচুয়া থানা তদন্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র মলিস্নক।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা ট্রাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সহকারী সার্জন ডা. ওয়ার্দাতুল আকমাম।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, 'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি' এ প্রতিপাদ্যে সারা দেশের মতো শেরপুরের নকলায় বিশ্ব তামাকমুক্ত দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সরকারি হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ মো. আলতাব আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে 'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি' এই প্রতিপাদ্য বিষয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে ছিলেন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, উপজেলা প্রকৌশলী মো. নাইমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আজিজুর রহমান আঞ্জুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বর থেকের্ যালিটি বের হয়ে প্রধান সড়ক পর্যন্ত গিয়ে ফিরে আসে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শাহ ইলিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মো. মাহতাব মিয়া, শিক্ষক দিলিপ দেবনাথ, মো. রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা তামাকের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন। তামাক ব্যবহারে মানব দেহের ক্ষতি ও অর্থের অপচয় হয়। তামাক প্রতিরোধে আইনের প্রয়োগ বেশি দরকার বলে মনে করেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহারে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র?্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের মূল প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ দেব, সদর ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ তাহেরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিক্যাল অফিসার ডা. ওবায়েদুর রহমান, সাংবাদিক বাবুল আকতারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুলস্নাহ বিন শফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বর্ক্তয রাখেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান এম এ মতিন।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাহেব আলী, কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায়, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বিআরডিবি অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্‌খারুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে