শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ :সনি এমপি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ জুন ২০২৪, ০০:০০
চট্টগ্রামের ফটিকছড়িতে বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি -যাযাদি

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, 'অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে, সম্মানের সঙ্গে পালন করছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ দেশের সব ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন।'

শুক্রবার ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের উদ্যোগে বুদ্ধজয়ন্তী উদযাপন উপলক্ষে ২৬টি বৌদ্ধ বিহারের শান্তি শোভাযাত্রা, অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'ধর্ম যার যার উৎসব সবার' চেতনাকে ধারণ করে উৎসবগুলো একসঙ্গে উদযাপন করে আসছে এ দেশের মানুষ। এটাই বাংলাদেশের বড় একটি অর্জন।

খাদিজাতুল আনোয়ার বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বর্তমানে বাংলাদেশকে সবাই সম্মানের চোখে দেখে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।'

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দন এবং সংগঠনের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া। এ সময় তারা বলেন, 'বৌদ্ধ সমাজের উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাজ করব। সরকারের পক্ষ থেকে বিহারের জন্য আমরা যা অনুদান পাব এসব অনুদান তাদের মধ্যে দেওয়া হবে এখান থেকে কোনো কমিশনও রাখা হবে না।'

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া অপূর্বর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, সংগঠনের সভাপতি বাবু অঞ্জন কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী প্রবেশ চন্দ্র বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি সমর বিজয় বড়ুয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. বাকের, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে