নীলফামারীতে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বিল বোর্ড স্থাপন

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে লিফলেট বিতরণ ও বিল বোর্ড স্থাপন করা হয়েছে। 'ইউনিভার্সাল হেলথ কভারেজ' শীর্ষক সেবা প্যাকেজের আওতায় জেলার বিভিন্ন মোড়ে গাড়ির মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান শেখ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের, স্বাস্থ্য শিক্ষাবিদ আব্দুল বাসেত প্রমুখ। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের জানান, 'সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ ও সাফল্য চিত্র সম্বলিত প্রচারপত্র বিতরণ এবং বিল বোর্ড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জনসাধারণ সরকারের সেবা সম্পর্কিত উন্নয়ন তথ্য জানতে পারবে।'