মেঘনায় বাল্কহেডে অভিযান ১২ জন সুকানি গ্রেপ্তার

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর মেঘনা নদীর মোলহেড ও সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে বাল্কহেডে পৃথক দুটি অভিযানে সুকানি যোগ্যতা সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২ জন সুকানিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। গ্রেপ্তাররা হলেন- সুকানি মো. ফিরোজ (৩৮), মো. লাভলু (২৫), মো. আকবর (২৯) মো. তারেক (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)। এদের বাড়ি পিরোজপুর ও লক্ষ্ণীপুর জেলায়। রাজরাজেশ্বর এলাকায় অভিযানে গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন- সুকানি মো. মহিউদ্দিন (৩৪), মোক্তার হোসেন (২৮), রিপন (৩২), রুবেল (২৩), মিজান (৪৪) ও হুমায়ুন কবীর (৫৫)। এদের বাড়ী লক্ষ্ণীপুর, ভোলা, বরগুনা ও বাগেরহাট জেলায়।