রেলের জমি ভাড়া দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা!

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর জংশনের আশপাশের রেলের জমি ভাড়া দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার, আরএনবির ইনচার্জ ও ফাঁড়ির ইনচার্জ এ তিন কর্মকর্তার নামে অভিযোগটি ওঠে। তারা মিলেমিশে জয়দেবপুর জংশনের রেলগেটের পশ্চিম ও পূর্ব পাশে শতাধিক দোকান এবং স্টেশনের পস্ন্যাটফর্মের ভেতরে ঝাল মুড়ি, শসা, ডিম, দুধ ও শরবতের ভাসমান দোকান বসিয়ে নিজেদের নিযুক্ত লোক দিয়ে প্রতিদিন টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগে উলেস্নখ করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, স্টেশন মাস্টার রেলগেটের পশ্চিম ও পূর্ব পাশে দোকান বসিয়ে দোকানের পজিশন বুঝে টাকা নেন। সামনের দোকান থেকে প্রতিদিন ৫০০ টাকা, ভেতরের দোকান থেকে ৩০০ টাকা এবং হোটেল বসিয়ে প্রতি হোটেল থেকে ১ হাজার টাকা করে নিয়ে থাকেন বলে তথ্য রয়েছে। এ বিষয়ে স্টেশনর মাস্টার হানিফ আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি কোনো দোকান বসাইনি, স্থানীয় ক্ষমতাসীন নেতারা এসব দোকানপাট বসিয়েছেন।' ফাঁড়ির ইনচার্জ ফারুক এ বিষয়ে বলেন, 'আমি কিছু জানি না, মাস্টার সাহেব আমাকে অর্ডার করলে আমি স্টেশনে ও রেলের জমিতে একটি দোকানও বসতে দেব না।' আরএনবির ইনচার্জ আসাদুজ্জামান বলেন, 'এসব বিষয়ে আমি জড়িত না। আপনি মাস্টার সাহেবের সঙ্গে কথা বলেন।'