মনোহরগঞ্জে 'বিল নার্সারি' স্থাপন

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে মৎস্য খামারিদের নিয়ে স্থাপন করা হয়েছে বিল নার্সারি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার সকালে উপজেলার লৎসর বিলের পাশে নার্সারি পুকুরে এ উপলক্ষে রুই জাতীয় মাছের রেণু মজুত করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান ও খামার ব্যবস্থাপক বিলের সুফলভোগীদের হাতে মাছের এ রেণু তুলে দেন। রেণু থেকে পোনা মাছ উৎপাদন শেষে এসব মাছ বিলে অবমুক্ত করার কথা জানান উপজেলা মৎস্য অফিসার। এ সময় রেণুর পরিচর্যার জন্য খামারিদের নার্সারি ফিডও দেওয়া হয়। বিল এলাকার প্রায় ৩০ জন সুবিধাভোগী এর সুফল পাবে। এ সময় খামার ব্যবস্থাপক ও বিলের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।