কাল শুরু শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল ক্যাম্পেইনে আগামীকাল পহেলা জুন সারাদেশের শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া সদরসহ ৯ উপজেলায় পাঁচ লাখ ৪১ হাজার ৫২০ জন শিশুকে ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সি শিশুর সংখ্যা ৫৮ হাজার ৩০০ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা চার লাখ ৮৩ হাজার ২২০। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য জানান। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে ৬-১১ মাস এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি মোট তিন লাখ ৫৩ হাজার ১৮৯ শিশুকে ভিটামিন 'এ' পস্নাস খাওয়ানো হবে। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের এ উপলক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন। তিনি বলেন, ভিটামিন 'এ' শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুর মৃতু্যঝুঁকি কমায়। রাতকানা রোগ কম হয়। সরকারিভাবে স্বাস্থ্য বিভাগের এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করায় দেশে মাতৃ ও শিশু মৃতু্যর হার অনেক কমে আসছে। পঞ্চগড় প্রতিনিধি জানান, এ দিন পঞ্চগড়ের পাঁচ উপজেলা ও দুই পৌরসভায় এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন 'এ' পস্নাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সি ১৯ হাজার ৪৭৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সি এক লাখ ৪৪ হাজার ৯০০ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীতে ৬-১১ মাস বয়সি শিশুকে একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। বিশেষ অতিথি ছিলেন- বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিন। পরিসংখ্যানবিদ আব্বাস আলীর সঞ্চালনায় এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. আসমা লাবনী, জুনিয়র কনসালট্যান্ট (ডেন্টিস্ট) ডা. নুজহাত আফরিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, উপজেলা ইপিআই কর্মকর্তা রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।