মাদক কারবারিসহ পাঁচ জেলায় গ্রেপ্তার ৮

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কুষ্টিয়ার ভেড়ামারায় ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মাদক কারবারিসহ ৪ জেলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল ইসলাম (৪০) নামে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আসামি খোকন হোসেন (৩৫) পলাতক রয়েছে। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের খেমিড়দিয়ার বিল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রেজাউল ইসলাম ও পলাতক খোকন হোসেন একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় শিশুর বাবা বুধবার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বরিশাল অফিস জানিয়েছে, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুলস্নাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করায় মাসুদ সিকদার ওরফে অটো মাসুদ নামে এক যুবলীগকর্মীকে আটক করেছে পুলিশ। রাতে নগরীর রুপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) আমানউল্যাহ এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে থানায় সাইবার আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় মাসুদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে হেরোইনসহ সোহেল (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বাজারের উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভিতর থেকে নেশা হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক সোহেল জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ সাফিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। ডোমার থানার ওসি মহসীন আলী জানান, 'গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।' চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তরে ৮ মাসের সাজাপ্রাপ্ত ১৭ মামলার পলাতক আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার ধনাগোদা নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে। মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, 'তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।' আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার আশুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছের্ যাব-৪। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেনর্ যাব-৪, সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। আটকরা হলো- ঢাকা জেলার তানভির হোসেন সিফাত (২৮), গাজীপুরের ইলিয়াছ হোসেন ইমরান (৩৮), রাব্বি হাসান রাতুল (২০) ও কুষ্টিয়ার সুন্নত আলী (৩৯)।