সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

প্রকাশ | ৩১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) দরগা মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বদরুল আলম, হেলু মিয়া, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সম্পাদক শামীম আহমেদ, সদর উপজেলা বিএনপির সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপি নেতা সরওয়ার মজুমদার ইমন প্রমুখ। স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। জেলা বিএনপির সিনিয়র যুগ্মা আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি চিকিৎসা ক্যাম্প, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, কামরুল হাসান সেলিম, ডা. আসাদুজ্জামান সাজু, রাগিব হাসান চৌধুরী প্রমুখ। ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপিপন্থি শিক্ষক সংগঠন 'জিয়া পরিষদ' বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুস সামাদের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক ও ড. আলীনূর রহমান। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। জেলা যুবদলের সিনিয়ার সহ-সভাপতি আব্দাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, ইনসারুল হক ইন্সু, পৌর বিএনপির সম্পাদক মকবুল হোসেন মেঘলা প্রমুখ। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সম্পাদক ফারুক হোসেন ধলা, জিবিজি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জি এস সাইফুল ইসলাম লাল মিয়া প্রমুখ। মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের মণিরামপুরে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ মুছা। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, ডা. আলতাফ হোসেন, সদস্য কফিল উদ্দিন, মাস্টার আব্দুস সালাম, খানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিব হোসেন, চালুয়াহাটী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান রনি, ঝাপা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ। তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। আরও উপস্থিত ছিলেন হাজী আলী হোসেন মোলস্না, ভিপি আক্তারুজ্জামান, কাজী কবির হোসেন সেন্টু প্রমুখ। চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে বালাবাড়ীহাট রেলস্টেশন এলাকায় উপজেলা তাঁতী দলের সভাপতি নিজামুল হক নিজামের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদলের সাবেক সম্পাদক আবু সাঈদ হোসেন পাখী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি জোবাইদুল হক খাজা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফা সাদ্দাম প্রমুখ।