শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

তিন কি.মি. সড়ক উন্নয়নে ভাগ্য বদল শার্শার কয়েক গ্রামের মানুষের

শার্শা (যশোর) প্রতিনিধি
  ৩০ মে ২০২৪, ০০:০০
তিন কি.মি. সড়ক উন্নয়নে ভাগ্য বদল শার্শার কয়েক গ্রামের মানুষের

বর্তমান সময়ে গ্রামীণ সড়ক উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)'র ভূমিকা অপরিসীম। এলজিইডির তত্ত্বাবধানে উন্নয়ন কর্মকান্ডে পাল্টে গেছে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানসহ গ্রামীণ জনপদের চেহারা। তারই ধারাবাহিকতায় যশোরের শার্শায় আরও একটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে এলজিইডি।

২০২৩ সালের ২৬ নভেম্বর লাউতাড়া ইসলামের বাড়ি হতে গয়ড়া পর্যন্ত তিন কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ হাতে নেয় এলজিইডি কর্তৃপক্ষ, যার কাজ শেষ হবে চলতি বছরের ৩০ জুন। কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসা কয়েক গ্রামের মানুষ ব্যাপক খুশি।

তারা বলেন, কাঁচা রাস্তা মানে দুর্ভোগের শেষ নেই। একটু বৃষ্টি হলেই যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। এই অঞ্চলের মানুষের আয়ের একমাত্র উৎস কৃষি হওয়ায় কোনো ফসল ঠিকমতো হারভেস্ট করা বা বাজার ঘাটে নেওয়া যেত না। রাস্তাটি পাকাকরণ শেষ হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

শার্শার লাউতাড়া গ্রামের ইউপি সদস্য কুরবান আলী বলেন, 'গ্রামীণ কাঁচা সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগায় আমরা অনেক খুশি। 'গ্রাম হবে শহর' প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে এলজিইডি।'

এ বিষয়ে এলজিইডি অফিসার এম এম মামুন হাসান বলেন, 'মেয়াদ কম থাকায় খুব জোরেশোরে কাজ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ৬০% (শতাংশ) কাজে শেষ হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই উন্নয়ন কাজ শেষ হবে। সড়কটি দৃশ্যমান হলে লাউতাড়া ও গয়ড়াসহ কয়েক গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে