শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

গাবতলীতে আ'লীগ কমিটির ভাঙা-গড়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  ৩০ মে ২০২৪, ০০:০০
গাবতলীতে আ'লীগ কমিটির ভাঙা-গড়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা

বগুড়ার গাবতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নিজেদের মর্জি অনুযায়ী চলছে আওয়ামী লীগের কমিটি ভাঙা-গড়া। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি নির্দেশনা উপেক্ষা করে গত ২১ মে উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা কমিটির সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু এবং সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি। এরপর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এই অগঠনতান্ত্রিকভাবে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে গত ২৭ মে গাবতলী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সম্পাদক রেজাউল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাদত হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাইকার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক খলিল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা, সম্পাদক সামাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে