শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বদলগাছীতে নির্ধারিত সময়ের পর ধান-চাল সংগ্রহ শুরু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ৩০ মে ২০২৪, ০০:০০
বদলগাছীতে নির্ধারিত সময়ের পর ধান-চাল সংগ্রহ শুরু

নওগাঁর বদলগাছীতে সরকারিভাবে নির্ধারিত তারিখের পর ধান-চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা খাদ্যগুদামে সরাসরি ধান ও চাল সংগ্রহ শুরু হয়।

ইউএনও কামরুল হোসেন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।

বিষেশ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ছামছুল আলম খাঁন, ভাইস চেয়ারম্যান রেজোয়ান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু, ওসি মাহবুবুল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক সাবরিনা মোস্তারিন, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান সাজু প্রমুখ।

খাদ্য অফিস সূত্রে জানা যায়, এবারের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১৭০ মে. টন। চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ১৩৬ মে. টন। তাবে বেশির ভাগ কৃষক সরকারি ধান ক্রয় বিষয়ে অবগত নয়। উদ্বোধনকালে কৃষক মামুনুর রশিদের কাছ থেকে ২০০ কেজি ধান সংগ্রহ করা হয়।

এ বিষয়ে বদলগাছী ওসি এলএসডি মোয়াজ্জেম হোসেন বলেন, '৭ মে থেকে ধান চাল সংগ্রহের কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে