শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

বরিশাল অফিস
  ৩০ মে ২০২৪, ০০:০০
বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আয়োজনে দিবসটি উপলক্ষে নগরীতের্ যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএমপিরর্ যালিটি বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান। সভাপতিত্ব করেন- মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। বিশেষ অতিথি ছিলেন- বরিশাল রাডার ইউনিটের অধিনায়ক গ্রম্নপ ক্যাপ্টেন খন্দকার মনোয়ারুল হক, শেখ হাসিনা সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল আব্দুলস্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ কমিশনার শওকত আলী, এপিবিএন'র সিও অতিরিক্ত ডিআইজি আবু আহাম্মদ আল মামুন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, ইউনিসেফ বরিশালের চিফ ফিল্ড অফিসার আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতিক, প্রফেসর (অব.) শাহ সাজেদা ও আভাস'র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে