শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

তালতলীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খাবার পৌঁছে দিলেন ইউএনও

তালতলী (বরগুনা) প্রতিনিধি
  ৩০ মে ২০২৪, ০০:০০
তালতলীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খাবার পৌঁছে দিলেন ইউএনও

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়নের দুর্গত মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম ও উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন প্রমুখ।

জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে অনেক ঘরবাড়ি ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের শুরু থেকেই বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে উপজেলা প্রশাসন। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি, সয়াবিন তেল ও এক কেজি লবণ। এছাড়াও শিশুখাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে