শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

সোনারগাঁওয়ে কিশোর গ্যাংয়ের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও হুমকির প্রতিবাদে দুই জেলায় মানববন্ধন
স্বদেশ ডেস্ক
  ৩০ মে ২০২৪, ০০:০০
নীলফামারীর সৈয়দপুরে সংবাদ প্রকাশের জেরে হুমকি দেওয়া প্রতিবাদে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন -যাযাদি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোর গ্যাংয়ের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়। এদিকে জামালপুরের বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার অভিযোগে ও নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের বিস্তারিত পাঠানো খবর-

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, বিডিক্লিন'র স্বেচ্ছাসেবীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কিশোর গ্যাং ও ইভটিজারদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিডিক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানার নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক বিডিক্লিন সদস্য উপস্থিত হয়ে হাতে ও মুখে কালো কাপড় এবং হাতে বাংলাদেশের পতাকা নিয়ে প্রতিবাদ জানায়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুলস্নাহ আল কায়সার হাসনাত বলেন, 'বৈদ্যেরবাজারে বিডিক্লিন স্বেচ্ছাসেবীদের উপর এই হামলার ঘটনায় আমরা ব্যথিত। আমি লোকাল জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে কথা বলছি। খুব শিগগিরই এই এলাকায় অভিযান চালিয়ে এদের কে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।'

মানববন্ধনে উপস্থিত ছিলেন সোনারগাঁওয়ের বাসদের সমন্বয়ক বেলায়েত হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক মোহাম্মদ হোসাইন, স্বেচ্ছায় রক্তদান সংস্থায় সাধারণ সম্পাদক আতাউর রহমান, আলোর দিশারী সংসদের শাহাদাত হোসেন, শায়েখ আবু তাওয়ামা সংসদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজারে গত ২২ মে আগুন দিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার অভিযোগে উকিল মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের নেতৃত্বে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২২ মে গভীর রাতে স্থানীয় চড়িয়া পাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে উকিল মিয়া জিন্নাহ বাজারে পেট্রোল দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সিসি ফুটেজে উকিল মিয়ার সংশ্লিষ্টতা মিলে। তাই তাকে দ্রম্নত গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ, ডা. লিয়াকত আলী, কাপড় ব্যবসায়ী আব্দুলস্নাহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে থানা পুলিশের হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আমিরুল হককে হুমকি দেওয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। বুধবার সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সৈয়দপুরে কর্মরত সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সংগঠনের আহ্বায়ক মোতালেব হোসেন হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব নুর মোহাম্মদ ওয়ালীউর রহমান রতন, মাইনুল হক, শাজাহান আলী, মীর সানোয়ার আলী টুটুল, জিকরুল হক, কাজী জাহিদ, মিজানুর রহমান মিলন, সাদিকুল ইসলাম, আমিরুল হক আরমান, জয়নাল আবেদীন হিরো, জাকির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে