শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

'মনে হয় জীবনের শেষ ভোট দিয়ে গেলাম'

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ৩০ মে ২০২৪, ০০:০০
শরীয়তপুরের ডামুড্যায় ছেলের কোলে করে ভোট কেন্দ্রে আসেন ৯৫ বছরের রিজিয়া বেগম -যাযাদি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নিজে হাঁটতে পারেন না। তাই ছেলে আ. লতিফ বেপারীর কোলে চড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন ৯৫ বছরের রিজিয়া বেগম। ভোট দিয়ে বললেন, 'আলস্নাহ আর কত দিন বাঁচায় জানি না, মনে হয় জীবনের শেষ ভোট দিয়ে গেলাম।' বৃদ্ধা রিজিয়া বেগম ডামুড্যা উপজেলার দারুলাআমান ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দারুলাআমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রে এসে ভোট দেন তিনি।

ভোটার রিজিয়া বেগম বলেন, 'জীবনে অনেক ভোট দিয়েছি। বয়স তো কম হল না। হাঁটতে পারি না বয়সের ভারে। অনেক অসুস্থ। তারপরও ভোটের কথা শুনে মনটা যেন কেমন করে উঠল। রাতে ছেলে লতিফকে বলি ভোট দেওয়ার কথা। ও নিয়ে আসবে বলে। আমি হাঁটতে পারি না। তাই ছেলে লতিফের কোলে ভর করে এসেছি। আমার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুশি।'

ছেলে আ. লতিফ বেপারী জানান, 'রাতে মা আমাকে বলেন, 'লতিফ কালকে নাকি ভোট, আমাকে যদি একটু ভোট কেন্দ্রে নিয়ে যেতে আমি ভোটটা দিতাম, আর কোনো দিন সময় পাই কিনা জানি না।' তাই মাকে আমি কোলে করে নিয়ে এলাম। তারপর নিজেই দিয়েছেন নিজের ভোট।'

সূত্রে জানা গেছে, সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ডামুড্যা উপজেলা পরিষদ। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯ হাজার ১৯১ জন। ৪৪টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে