প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে ঢাবিতে শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
সর্বজনীন পেনশনসংক্রান্ত 'বৈষম্যমূলক' প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপারগ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক একাত্মতা পোষণ করেন। তবে চলমান পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আজ (মঙ্গলবার) দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। আমরা আগেও বলেছি এই প্রজ্ঞাপন একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন। এক প্রতিষ্ঠানে দুটি পেনশননীতি কোনোভাবেই থাকবে না। আমরা চাই আমাদের পূর্বের পেনশন স্কিম চালু রাখা হোক এবং প্রত্যয় স্কিম প্রত্যাহার করা হোক। প্রসঙ্গত, গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত 'বৈষম্যমূলক প্রজ্ঞাপন' প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তার ধারাবাহিকতায় ২৬ মে বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় দাবি আদায় না হলে ২৮ মে দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষক নেতারা।