যায়যায়দিনে খবর প্রকাশের জের

ঘানি টানা সালেককে স্থানীয় এমপির আর্থিক সহায়তা

প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
গত ২০ মে তারিখে দৈনিক যায়যায়দিন পত্রিকায় 'দম্পতির কাঁধে জোয়াল না উঠলে জোটে না অন্ন' শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। ওই খবরে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের সরলিয়া গ্রামের বৃদ্ধ সালেক উদ্দিন ও তার সহধর্মিণী গরুর বদলে নিজ কাঁধে জোয়াল নিয়ে ঘানি টেনে আহরিত তেল বিক্রির কথা উঠে আসে। গণমাধ্যমে খবরটি অনেক সাড়া ফেলেছে। তারই সূত্র ধরে উক্ত সালেক উদ্দিনসহ অন্যান্য ৪টি পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। এ সময় সালেক উদ্দিনের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রম্নতি দেন। এছাড়াও অন্য দুই পরিবারের জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে তাদেরও আর্থিকভাবে সহযোগিতা করার অঙ্গীকার করেন। এসময় সংসদ সদস্য বলেন, 'এই দম্পতির কথা আমরা গণমাধ্যমে জানতে পারলাম, আমি আমার সাধ্যমত সহযোগিতা করার প্রতিশ্রম্নতি দিয়ে গেলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে নির্দেশ দিয়েছেন।'