শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

কচুয়ায় শিক্ষার্থীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ২৯ মে ২০২৪, ০০:০০
কচুয়ায় শিক্ষার্থীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন

কচুয়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প শোনানো হয়েছে। রোববার উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ আয়োজন করা হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি।

এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও উপসচিব ড. মো. নুরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানিক অধিকারী, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান।

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।

বীরত্বগাথা গল্প শোনানো শেষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে