শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

'বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক আত্মপরিচয়ে বাংলাদেশের উত্থান'

গাজীপুর প্রতিনিধি
  ২৯ মে ২০২৪, ০০:০০
'বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক আত্মপরিচয়ে বাংলাদেশের উত্থান'

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, 'স্বাধীন বাংলাদেশ অভু্যদয়ের ইতিহাসকে ১৯৪০ সালের লাহোর প্রস্তাব অথবা ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বিচার করলে তা হবে আংশিক, অপূর্ণাঙ্গ। বাংলাদেশ রাষ্ট্রের উত্থানকে বুঝতে হবে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক আত্মপরিচয়ের নির্মাণের ধারাবাহিকতায়।'

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফ্‌ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে 'বাংলাদেশ জাতিরাষ্ট্রের উত্থান' শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'এই আত্মপরিচয় নির্মাণের বিকাশধারায় বাংলা ভাষার বিবর্তন, বাঙালির সংশ্লেষণবাদী ধর্মবিশ্বাস এবং স্বতন্ত্র জীবনধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করে বাঙালির আত্মপরিচয়কে পরিপূর্ণতা দিয়েছে।'

এতে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক'র সাধারণ সম্পাদক ড. সাব্বির আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে