শিবগঞ্জে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শিবগঞ্জ শাখায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি শাখায় তালা ভেঙে কর্তব্যরত দুইজন আনসার সদস্য ও নিচের মার্কেটের নাইটগার্ডের হাত-পা, মুখ, বেঁধে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা করে। ৮-১০ জনের মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে সোনালী ব্যাংক এলাকার মার্কেটের নাইটগার্ড বন্তেঘড়ি গ্রামের আব্দুর রহমানের (৬০) হাত-পা-মুখ, বেঁধে পার্শ্ববর্তী বিআরডিসি অফিস চত্বরে ফেলে রাখে। পরে ডাকাতদল সোনালী ব্যাংকের প্রধান তালা ভেঙে কর্তব্যরত আনসার সদস্য নয়ন হোসেন ও ফরহাদ হোসেনকে বেঁধে ভোল্টরুমে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের মোবাইল ও সঙ্গে থাকা আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে সোনালী ব্যাংক পিএলসি শিবগঞ্জ শাখার শাহাদত হোসেন সিরাজ জানান, সংঘবদ্ধ ডাকাতদল আনসার সদস্যদের বেঁধে এ ডাকাতির চেষ্টা করে। শিবগঞ্জ সোনাতলা সার্কেল তানভীর হাসান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ ডাকাতদল ব্যাংকে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা ডাকাতদল নিয়ে যেতে পারেনি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।