তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মানববন্ধন ও মতবিনিময়

প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে প্রশিক্ষণ কেন্দ্রের সামনে তামাক মুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে টিটিসির হলরুমে তামাক কোম্পানির 'আগ্রাসন প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি' সেস্নাগানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টিটিসির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এম এম আরাফাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসারসহ অনেকে। বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় তামাক জাতদ্রব্য উৎপাদন ও ব্যবহার নিরুৎসাহিত করতে মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার অনুরোধ জানান। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, টিটিসির শিক্ষক, প্রশিক্ষনার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এআরএমজি কিবরিয়া স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান, ওসি সারোয়ার জাহান, পিআইও ফারুক মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার, ফরিদপুর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামসহ সকল কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, ২০০৩ সালের টোব্যাকো কোম্পানির বিষয়ে একটি কমিটি হয়েছিল। সেই কমিটির আলোকে তামাকসহ মাদকদ্রব্য আক্রান্ত হয়ে যুব সমাজ ও নারীরা ধ্বংসের মুখে চলে যাচ্ছে।