শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বীমার টাকা পেল সাপের কামড়ে নিহত শিক্ষার্থীর পরিবার

রাবি প্রতিনিধি
  ২৯ মে ২০২৪, ০০:০০
বীমার টাকা পেল সাপের কামড়ে নিহত শিক্ষার্থীর পরিবার

সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাকিনুর রহমানের মৃতু্যর ঘটনায় বীমার দুই লাখ টাকা পেয়েছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষে শাকিনুর রহমানের মায়ের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তরুণ কুমার জোয়ার্দার।

এর আগে, ২০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কাছে দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

নিহত শাকিনুরের বড়ভাই মোশাররফ হোসেন বলেন, 'ভাইকে হারিয়ে আমরা শোকাহত। এতো অল্প বয়সে আমরা ভাইকে হারাতে হবে সেটা কখনোই ভাবিনি, তাকে হারানোর অভাব হয়তো কেউ পূরণ করতে পারবে না।'

উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, 'আমরা মেধাবী শিক্ষার্থী শাকিনুর রহমানকে হারিয়ে শোকাহত। তাকে হারানোর যে কষ্ট তার পরিবারের, সেটি হয়তো আমরা কখনোই পূরণ করতে পারতে পারব না, তবুও তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে