শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

দালালচক্রের খপ্পরে তিন চাকরি প্রার্থী নিখোঁজের অভিযোগ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ২৯ মে ২০২৪, ০০:০০
দালালচক্রের খপ্পরে তিন চাকরি প্রার্থী নিখোঁজের অভিযোগ

টাঙ্গাইলে দালাল চক্রের খপ্পরে পড়ে তিন চাকরি প্রার্থী সাড়ে তিন মাস ধরে নিখোঁজের অভিযোগ উঠেছে। রোববার টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের ফেরত পাওয়ার দাবি করেছে পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি দক্ষিণ পাড়ার সেনা সদস্য মো. কনক, তার বাবা তালেব আলী, একই উপজেলার ইস্পিঞ্জারপুর গ্রামের মো. আকরাম, আনোয়ার হোসেন এবং জামালপুর সদর উপজেলার জহুরুল পরস্পর যোগসাজশে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য তিন জনের কাছ থেকে ২৭ লাখ টাকা নেয়।

উলিস্নখিত ব্যক্তিরা টাকা নিয়ে গত জানুয়ারি ও ফেব্রম্নয়ারি মাসে সজিব, আতিক ও উজ্জ্বলের চাকরি হয়েছে বলে জানায় এবং তাদেরকে চাকরির নিয়োগপত্র দেয়। অতপর কুমিলস্না ক্যান্টনমেন্টে চাকরিতে যোগদান করার জন্য তাদেরকে বাড়ি থেকে ডেকে নেয়। তারপর থেকে পরিবারের সদস্যরা তাদের সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে অবিলম্বে তাদের সন্তানদের নিখোঁজ অবস্থা থেকে ফিরিয়ে আনা ও প্রতারকদের দেওয়া ২৭ লাখ টাকা ফেরত পেতে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে