শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নান্নু এমপি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  ২৯ মে ২০২৪, ০০:০০
বগুড়ার গাবতলীতে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু এমপি -যাযাদি

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু বলেছেন, 'সমাজকে বদলে দিতে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একার পক্ষে যেটা সম্ভব নয় সেই কাজগুলো সবাই মিলে করতে হবে।'

সোমবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, 'এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও স্বাধীন দেশে কোনো সন্ত্রাস-চাঁদাবাজের ঠাঁই হবে না। এই সমাজটাকে সুখ-শান্তি ও সমৃদ্ধশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।'

ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডা. নিগার সুলতানা, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ফারুক আহম্মেদ প্রমুখ।

, ইউনুস আলী, শহিদুল ইসলাম বাবু, রোকন তালুকদার, আব্দুর রশিদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে