টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন

নারীদের সমর্থনে চেয়ারম্যান হতে চান একমাত্র নারী প্রার্থী শামিমা

প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
শামিমা আক্তার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী জেলা আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক শামিমা আক্তার। বুধবার অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে নারী ভোটারদের সমর্থনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশা করেন। একান্ত সাক্ষাৎকারে শামিমা আক্তার জানান, পাঁচ বছর ধরে ভাইস চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি বুঝতে পেরেছেন, ওই পদে থেকে কাজ করার সুযোগ নেই বললেই চলে। তাই উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার জন্য আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তিনি পদ-পদবি বিবেচনা না করে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। করোনাকাল থেকে এখন পর্যন্ত সদর উপজেলার সব মানুষের নানা সমস্যা সমাধান করার জন্য তিনি চেষ্টা করেছেন। কোনো উপলক্ষ ছাড়াই সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার যেকোনো স্থানে তিনি ছুটে বেড়িয়েছেন। তিনি জানান, কোভিড-১৯ এর সময়কাল থেকে তিনি উপজেলার মানুষের পাশে থেকেছেন, তাদের সুখ-দুঃখের ভাগী হতে চেষ্টা করেছেন। বিশেষ করে নারীদের যে কোনো সমস্যার কথা জানতে পারলে তিনি সমাধানে ঝাঁপিয়ে পড়েছেন। উপজেলার মোট ভোটারের অর্ধাংশই নারী। তাই তিনি নারীদের বেশি প্রাধান্য দিয়ে তাদের নিয়ে অসংখ্য সভা-সমাবেশ করেছেন। ঈদ, পহেলা বৈশাখ বা অন্য সব পার্বণ বা উপলক্ষকে সামনে রেখে উপজেলার সাধারণ পরিবারের নারীদের পাশে জামা-কাপড়সহ আর্থিক সহায়তা নিয়ে হাজির হয়েছেন। আজ অনুষ্ঠিতব্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে আরও তিনজন পুরুষ প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন ওরফে মানিক (ঘোড়া), সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান ওরফে তোফা (দোয়াত-কলম) ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছ উদ্দিন (মোটর সাইকেল)। বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারীও (হেলিকপ্টার) প্রার্থী হয়েছিলেন। তবে প্রতীক বরাদ্দের পর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।