শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

সর্বজনীন পেনশন প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি

স্বদেশ ডেস্ক
  ২৯ মে ২০২৪, ০০:০০
সর্বজনীন পেনশন প্রত্যাহারসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বশেমুরকৃবি শিক্ষকরা -যাযাদি

অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

রাবি প্রতিনিধি জানান, অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশনসংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকের সুপার গ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবিতে ক্লাস বাদ দিয়ে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগের পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এ অবস্থান কর্মসূচি পালন করছে।

এ ছাড়া ৪ জুন অর্ধদিবস কর্মসূচি পালন করবে বলে জানান তারা। তার পরও যদি দাবি মেনে না নেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা বলেন সংগঠনটির নেতারা।

ইবি প্রতিনিধি জানান,অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মামুনুর রহমান বলেন, 'বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আমরা কর্মবিরতি পালন করেছি। আমাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

গাজীপুর প্রতিনিধি জানান, সর্বজনীন পেনশন অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নির্দেশক্রমে ও বশেমুরকৃবি শিক্ষক সমিতি-২০২৪ এর আয়োজনে কৃষি অনুষদ ভবনের নিচতলায় এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় বশেমুরকৃবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম, প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম, প্রফেসর ড. অহিদুজ্জামান, প্রফেসর ড. আব্দুল বাছেত মিয়া, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. এম. আব্দুল করিম, প্রফেসর ড. মোর্শেদুর রহমান, প্রফেসর ড. নাসরিন আক্তার আইভী, প্রফেসর ড. আবু আশরাফ খানসহ অনেকে প্রতিবাদী বক্তব্য রাখেন।

বেরোবি প্রতিনিধি জানান, সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিজন মোহন চাকীর সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তারা বলেন, প্রত্যয় স্কিমটি নামে সর্বজনীন হলেও আদৌতে সর্বজনীন নয়। সরকারের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকে এই প্রক্রিয়ার বাইরে রেখে একে সর্বজনীন বলার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলাদা স্বতন্ত্র বেতন কাঠানো প্রণয়নসহ যাবতীয় সুযোগ-সুবিধা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে