জয়পুরহাটের আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন শ্যালকও। সোমবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাশুড়ি আলেয়া বেগম (৫২) ও স্ত্রী মিতু আক্তার (৩৪)। আহত হন শ্যালক নীরব হোসেন (২০)।
আলেয়া বেগম হলহলিয়া গ্রামের সোলায়মান আলী আকন্দের স্ত্রী। আর মিতু আক্তার দলাগাছী উপজেলার খাদাইল গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সোমবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল উত্তেজিত হয়ে তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন। তার চিৎকার শুনে শাশুড়ি আলেয়া বেগম ও শ্যালক নীরব এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যান রুবেল।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। মিতু আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রম্নত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠালে পথে তারও মৃতু্য হয়। অপরদিকে, শ্যালক নীরব আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা নিচ্ছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত রুবেল পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'