সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০

প্রতিনিধি
আলোচনা সভা বরিশাল অফিস জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন। বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, প্রক্টর ড. আব্দুল কাইউমসহ বিভিন্ন বিভাগের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ ইউএনও মদন (নেত্রকোনা) প্রতিনিধি মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। জন্ম ও মৃতু্য নিবন্ধনের (জানুয়ারি-মার্চ ২০২৪) এর ত্রৈমাসিক প্রতিবেদনে তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। রোববার জেলা প্রশাসন হলরুমে নেত্রকোনার জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজ এই সম্মাননা সনদ প্রদান করেন। মো. শাহ আলম মিয়া বিসিএস ক্যাডারের ৩৪তম ব্যাচের একজন কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব)। তিনি ১৯৮৬ সালে ৫ জানুয়ারি রংপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা \হসাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়ায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার ও রোববার উপজেলার কৃষি প্রশিক্ষণকেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শম্ভু নাথ দেব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু দাশ, মোরশেদ করিম, রাজেশ বডুয়া ও মুহাম্মদ হোসেন। নতুন কমিটি \হলোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। রোববার ছাত্র অধিকার পরিষদের দক্ষিণ জেলার সভাপতি রিদুয়ান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক প্রান্ত বড়ুয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের লোহাগাড়া উপজেলা শাখার নতুন কমিটিতে আদনান মোহাম্মদ আবু তালহা সভাপতি ও এম. আনোয়ারুল আলমকে (সাঈদ) সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়াও কমিটিতে অন্যরা হলেন- সহ-সভাপতি মেহরাজ হাসান রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ফারাবি ইমন, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ ও অর্থ সম্পাদক মামুনুর রশিদ। মা সমাবেশ \হমনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে গর্ববর্তী মহিলাদের নিয়ে নিরাপদ মাতৃত্ব-বিষয়ক এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার মৈশাতুয়া কমিউনিটি ক্লিনিক মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ দুর্গা রানী মজুমদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট ফেরদৌসী বেগম ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ইব্রাহিম খলিল। মতবিনিময় সভা ম মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাচন উপলক্ষে প্রার্থী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম ফয়সলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান ও থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন। কর্মসূচি পর্যালোচনা \হমুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি মুক্তাগাছায় বার্ষিক কর্মসূচি পর্যালোচনা ও পরিকল্পনা সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা পরিষদ অডিটরিয়ামে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির উদ্যোগে মুক্তাগাছা ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার নম্রতা হাওইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডাক্তার সায়েম তানভীর। এ সময় উপস্থিত ছিলেন- প্রোগ্রাম অফিসার শুভ্রা খুবই, প্রোগ্রাম অফিসার রাশেদুল ইসলাম ও সজল কুমার দে গেস্নারি রানসা। কর্মশালা অনুষ্ঠিত \হপঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধকরণ ও সেবা গ্রহণ-পরবর্তী পরিস্থিতি জানার লক্ষ্যে সন্তুষ্ট জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহীতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্বরে এ সময় বক্তব্য রাখেন কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার সহকারী কশিনার (ভূমি) মালিহা খানম, পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আবু তাহের মো. সানাউলস্নাহ নুরী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা কনক রেজা। ত্রৈমাসিক সভা \হঠাকুরগাঁও প্রতিনিধি দল মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্তকরণ ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে গঠিত ঠাকুরগাঁও জেলা নাগরিক পস্ন্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁওয়ে জেলা নাগরিক পস্ন্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মৌসুমি রহমানের সভাপতিত্বে এ সভায় ছিলেন যুগ্ম আহ্বায়ক জাকির মোস্তাফিজ মিলু, সদস্য শংকর কুমার দেধারা, রংপুর বিভাগের ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা ঋতু ও জেলা সমন্বয়কারী জুলিয়া আখতার। উঠান বৈঠক ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্না জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মামুনুর রশিদ বলেন, আমি শাসক হতে নয় সেবক হতে ছুটে এসেছি। জনগণের প্রতিটি ভোট আমার কাছে আমানত, আমি ওই আমানত রক্ষা করব ইনশাআলস্নাহ। রোববার দেবিদ্বার পৌর এলাকার হামলাবাড়ীতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ। এ সময় বক্তব্য রাখেন কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন মুন্সি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুলস্নাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর লিপি। প্রশিক্ষণ কর্মশালা ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাজিতপুর রাজ্জাকুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন। অনুষ্ঠানে ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. রাসেল শেখ বিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এটিএম ফরহাদ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম ও বাজিতপুর উপজেলা নির্বাচন অফিসার আহাম্মদ আলী। নাটকের প্রদর্শনী ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 'ফুলকি'র আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পথনাটক 'আমাদের শিশুরা' প্রদর্শিত হয়েছে। সোমবার গাজীপুর সিটি করপোরেশন টঙ্গীর স্টেশন রোড, ৬নং ওয়ার্ডের কাশিমপুর স্কুলের সামনে এবং বিকাল ৪টায় সাভারের ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা খ্রিষ্টান মাঠে প্রদর্শিত হয়েছে। এ সময় ছিলেন নাট্যব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী, ফুলকির কমিউনিটি মোবিলাইজার মেহেরুন্নেসা সীমা এবং নিসা আক্তার টুম্পা, অভিনেতা হাবিবুর রহমান, মনির হোসেন, আতিকুর রহমান, মারুফ খান, রীয়া হাবিব। বাজেট ঘোষণা ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও সচিব সৈয়দ মাহবুবুর রহমান চৌধুরী পলাশের পরিচালনায় এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু মুসার সহযোগিতায় বক্তব্য রাখেন শিক্ষক সালাউদ্দিন আহমেদ, ফরহাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দাস, ইউপি সদস্য নজরুল ইসলাম, পলাশ খন্দকার, নজরুল ইসলাম। বীজ বিতরণ ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ও পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড) প্রকল্পের আয়োজনে অসহায় এবং অতিদরিদ্র ৮৩ জন কৃষক-কৃষানির মধ্যে দুই দিনব্যাপী সবজি চাষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সবজির বীজ বিতরণ করা হয়। সোমবার উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন ও কাকৈরগড়া ইউনিয়নের ৮৩ জনে কৃষক-কৃষানির মধ্যে সবজি বীজ বিতরণ করা হয়। এ সময় ছিলেন কাকৈরগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাব্বির আহমেদ তালুকদার বাচ্চু, হিরা উন্নয়ন সংঘের সভানেত্রী পারভিন। শিক্ষার্থীদের সংবর্ধনা ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার এ বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সোনার বাংলা আদর্শ ক্লাব। সোমবার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. রমা বিজয় সরকার চেয়ারম্যান-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। বিশেষ অতিথি ছিলেন বনমালী ভৌমিক সাবেক অতিরিক্ত সচিব ও ট্রেজারার লিডিং ইউনিভার্সিটি, প্রফেসর নিতাই চন্দ্র ট্রেজারার-সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আবু মিয়া চৌধুরী-চেয়ারম্যান-১ নং খলিলপুর ইউনিয়ন পরিষদ। অবহিতকরণ সভা ম পঞ্চগড় প্রতিনিধি জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। সভায় অন্যদের মাধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জেলা তথ্য কর্মকর্তা মো. হায়দার আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. আফরোজা বেগম, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ প্রমুখ। মতবিনিময় সভা ম জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে ১ জুন জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুহা. রুহুল আমিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আল ফয়সাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায় প্রমুখ। পুষ্টি ক্যাম্পেইন ম রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের ছয়টি উপজেলায় শিশু পুষ্টি ক্যাম্পেইন করেছে সীমান্তিক। এসময় শিশুদের বেড়ে উঠার জন্য অণুপুষ্টির ভূমিকা ও সঠিক পরিমাণ অণুপুষ্টি গ্রহণ নিশ্চিত করতে মায়েদেরকে অবহিত ও উৎসাহিত করা হয়। রোববার দুই দিনব্যাপী এই ক্যাম্পেইন জেলার রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়। এসব ক্যাম্পেইনে ছিলেন সীমান্তিক প্রকল্প অফিস, সিলেটের এমআইএসএইচডি প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিস্ট (মনিটরিং) পীযুষ কান্তি দেবনাথ, সীমান্তিক মৌলভীবাজার জেলার ডিটিএল মো. রেজাউল ইসলাম প্রমুখ। বাজেট সভা ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি পত্নীতলায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা রোববার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওই উন্মুক্ত বাজেট সভায় কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং ওই ইউনিয়নের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউনিয়ন সমন্বয়কারী হামিদুল ইসলাম প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত জনতার সামনে ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরে যে কাজগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো উপস্থাপন করেন। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে বাস্তবায়ন ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিআরডিবি সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মনসুর আহমেদ প্রমুখ। সমন্বয়কারি হিসেবে ছিলেন উপজেলা সহকারি সমাজ সেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। সমন্বয় সভা ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পর্যায় বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার। এ সময় ছিলেন আধ্যক্ষ শাহআলম, প্রধান শিক্ষক হেলাল গাজী, বিবাহ রেজি : কাজি মাও মনিরুজ্জামান শিকদার, সংরক্ষিত আসেনর সদস্য রোজিনা আক্তার, মাসুমা, ইউপি সদস্য মঞ্জু হোসেন রনী,শহিদুল ইসলাম, মিজানুর রহমান জাকির হোসেন। আলোচনা সভা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি 'শিশুবান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা' প্রতিপাদ্যে আলোকে নওগাঁর পোরশায় তিন দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অফিস হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার একেএম ওলিউল ইসলাম। এ সময় ছিলেন সহকারী উপজেলা শিক্ষাঅফিসার শাহানাজ আক্তার, প্রধান শিক্ষক গোলাম মাওলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক।