এমপির বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে কাঁদলেন -চেয়ারম্যান প্রার্থী
প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাচনের মাত্র দু'দিন আগে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ এনে নির্বাচন কমিশনসহ রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার ৬৮টি কেন্দ্রের নেতাকর্মীদের ওপর প্রচন্ড চাপ, প্রতিনিয়ত তারা হুমকি দিচ্ছে। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমপি মহোদয় নিজেই বলতেছে আমাকে ৬৮টি কেন্দ্রে এজেন্ট দিতে দিবে না।'
এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার ত্বরিত হস্তক্ষেপ কামনা করেন।
সোমবার বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম এ কথা বলেন।
গত ২৫ মে নিক্সন চৌধুরী তার নির্বাচনী এলাকার বাসভবনে নির্বাচনী সভা করেন। সেখানে শুধু তিনিই নন, তার অনুসারী ইউপি চেয়ারম্যানেরাও ঘোষণা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় উলেস্নখ করে সাংবাদিকদের বলেন, যারা জানে যে ভোটে হেরে যাবে তারা তো সংবাদ সম্মেলন করে এসব উল্টাপাল্টা কথা বলবেই। তিনি বলেন, ২৫ মে তো আমি ঢাকায় ছিলাম তাহলে মিটিং করলাম কীভাবে।