উপজেলা নির্বাচন

ইটনায় প্রকাশ্য বর্জনের ঘোষণা দিলেও ভেতরে সক্রিয় বিএনপি

প্রকাশ | ২৮ মে ২০২৪, ০০:০০

হাওড়াঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট বর্জনের ঘোষণা দিলেও ভেতর ভেতরে সক্রিয় রয়েছেন বিএনপির একাধিক নেতাকর্মী। তাই এ উপজেলায় বিএনপির নীরব ভোট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রার্থীদের বলে অনেকে মনে করছেন। তৃতীয় ধাপে আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান (আনারস), জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কাউছার খান মিলকী (মোটর সাইকেল) এবং আওয়ামী লীগ নেতা ফেরদৌস ঠাকুর (টেলিফোন) ও ফজলুর রহমান (ঘোড়া)। তবে বিএনপির প্রার্থী না থাকায় এবার ভোটের মাঠে কোনো প্রার্থী নির্বাচিত হলে উপজেলার উন্নয়ন হবে বা উপজেলার সাধারণ ভোটারদের উপকারে আসবে এ হিসাব কষছেন ভোটাররা। অন্যদিকে এ উপজেলায় প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ ছাড়া সাধারণ ভোটারদের মন জোগাতে বিরামহীন প্রচারণা ও গণসংযোগে বিভিন্ন প্রতিশ্রম্নতি দিচ্ছেন তারা। গত রোববার সারাদিন ইটনা উপজেলায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, প্রার্থী-সমর্থকরা সাধারণ ভোটারদের মন জোগাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এমনকি বাজারের চা-দোকানগুলোতেও তাদের ভোট প্রার্থনা করতে দেখা যায়। সূত্র বলছে, এবার নির্বাচনে এ উপজেলায় বিএনপির কোনো প্রার্থী না থাকায় তাদের সমর্থিত ভোটারদের নিয়ে বেশ চিন্তিত অন্য প্রার্থীরা। স্থানীয় সাধারণ মানুষের ভাষ্য- বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের উপজেলা হওয়ায় সঙ্গত কারণেই এখানে বিএনপির ভোটে নির্বাচনী সমীকরণ পাল্টে যেতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের ভোটের বিষয় মাথায় রেখেই একাধিক প্রার্থী মাঠে চষে বেড়াচ্ছেন। এদিকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির একাধিক নেতাকর্মী বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটের মাঠে কাজ করছেন বলেও জানা গেছে। আরেক দিকে ভোট বর্জনের আহ্বানে ইটনা উপজেলায় লিফলেট বিতরণ করতেও দেখা গেছে। এ বিষয়ে বিএনপির ইটনা উপজেলা সভাপতি এসএম কামাল হোসেন বলেন, এ উপজেলায় যেসব ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তাদের অনেকের পক্ষে আত্মীয়তার সূত্রে কিছু বিএনপির লোকজন প্রচারণায় নেমেছেন। তবে বিএনপির নেতাকর্মী ভোটের মাঠে প্রকাশ্যে নামেননি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, যারা প্রার্থীদের পক্ষে কাজ করছে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান (কাপ পিরিচ) বলেন, বিএনপি ভোট বর্জন করলেও ইটনায় তাদের নেতাকর্মী পছন্দের প্রার্থীদের জন্য ঝাঁপিয়ে পড়েছেন।