পাঁচ জেলায় বিভিন্ন অপরাধে মাদক কারবারিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রংপুর, গাজীপুরের কালিয়াকৈর, খুলনার ডুমুরিয়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও চাঁদপুরের হাইমচর থেকে এই আসামিদের গ্রেপ্তার হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
রংপুর প্রতিনিধি জানান, রংপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি সজিব কুমার বর্মণকে (১৯) পীরগাছা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রংপুরর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষক সজিব কুমার বর্মণ গাইবান্ধার সাঘাটা উপজেলার সিসি বস্নক তৈরির কাজ দেখাশোনা করতেন। এর পাশে ভিকটিমের বাসা। সেই সুবাদে সজিব তার বাসায় যাতায়াত করতেন। এর এক পর্যায়ে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুযোগ বুঝে ওই মেয়েটিকে কৌশলে একটি বাঁশ ঝাড়ের ভেতর নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় সালিশ বৈঠকে বিয়ের মাধ্যমে মীমাংসার করার কথা বললে রাজি না হয়ে উল্টো ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেন সজিব। পরে মেয়ের মা বাদী হয়ে সাঘাটা থানায় নারী নির্যাতনের মামলা করলে গোপন সংবাদের ভিত্তিতের্ যাব রংপুরের পীরগাছার নবচালনীয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে মাথার চুল কেটে ও হাত-পা বেঁধে মারধর করে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ৯৯৯-এ ফোনে ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নির্যাতনের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে উপজেলার নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকার জসিম উদ্দিনের ছেলে রোমান হোসেন (৩৮)।
সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে উপজেলার ফুলবাড়িয়া এলাকার আতোয়ার দেওয়ানের মেয়ে আফিয়া আক্তারের সঙ্গে রোমানের বিয়ে হয়। গত এক বছর আগে তাদের পারিবারিক কলেহের জেরে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের মেয়ে ওরিয়ানের মাদ্রাসার খরচ বাবদ প্রতি মাসে ২ হাজার টাকা করে দিতেন মা আফিয়া। রোববার দুপুরে আফিয়া মেয়ের মাদ্রাসার খরচের টাকা দিতে নামাশুলাই এলাকায় তার সাবেক স্বামী রোমানের বাড়িতে যান। এ সময় রোমান ক্ষিপ্ত হয়ে আফিয়াকে মারধর করেন। এক পর্যায় বেস্নড দিয়ে আফিয়ার মাথার চুল কেটে দেন। খবর পেয়ে দ্বিতীয় স্বামী আনোয়ার হোসেন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার ও সাবেক স্বামী রোমানকে আটক করে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং তার সাবেক স্বামী রোমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, ডুমুরিয়ায় বখাটের হাতে লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে মিতালী বিশ্বাস নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত রোববার রংপুর ইউনিয়নের আমভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বখাটে মাসুম মোল্যাকে (২১) গ্রেপ্তার করেছে।
জানা যায়, আমভিটা গ্রামের উজ্জ্বল বিশ্বাসের মেয়ে মিতালী বিশ্বাস (১৫) ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত রোববার সকালে স্কুলে টেস্ট পরীক্ষার জন্য যায়। কিন্তু পরীক্ষা স্থগিত থাকায় মিতালী স্থানীয় আমভিটা জনতা পার্কে ঘুরতে যায়। ওই পার্কে একই এলাকার আলম মোল্যার ছেলে মাসুম মোল্যা গিয়ে মিতালীকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মিতালীকে মারধর করে মাসুম। মিতালী এ অপমান সইতে না পেরে বাড়িতে গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের্ যাবের অভিযানে ৮ হাজার ৮৮৪ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কারবারি মোতাহার আলী উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সালজার রহমানের ছেলে। গত রোববার সন্ধ্যায়র্ যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায়র্ যাব-১৩, একটি অভিযানিক দল উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে ৮ হাজার ৮৮৪ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি জানান, হাইমচর উপজেলা সদর আলগী বাজারের বিভিন্ন দোকানে মালামাল চুরির ঘটনা অহরহ ঘটছে। অবশেষে চুরির মালামালসহ পাঁচ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিনগত রাত আনুমানিক ৩টায় উত্তর আলগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।